হবিগঞ্জ প্রতিনিধি;; হবিগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে লড়ছেন হিজড়া সুরমা বেগম (২২)। তিনি জেলার লাখাই উপজেলার বামৈ ইউনিয়নে সংরক্ষিত সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বর বামৈসহ পাঁচটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে সদস্যপদে প্রার্থী হয়েছেন সুরমা বেগম। লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের বাসিন্দা সুরমা বেগম। নির্বাচনে ক্যামেরা প্রতীক নিয়ে প্রার্থী হয়ে তিনি আলোচনার জন্ম দিয়েছেন।
সুরমা বেগম সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি মানুষ, আমিও পারি মানুষের সেবা করতে। তাই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ডের সদস্যপদে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি।>তিনি বলেন, ‘অনেক সময় কিছু মানুষ আমাকে নিয়ে হাসিঠাট্টা করে থাকেন। হিজড়ারাও তো মানুষ, সেই হিসাব কেউ করে না।’ সুরমা বলেন, ‘আমি দেখাতে চাই আমি মানুষ, আমিও মানুষের সেবা করতে পারি। একবার সুযোগ পেলে সেই কাজটি করে দেখাতে চাই।’তিনি জানান, তার এলাকায় এর আগে কোনো হিজড়া প্রার্থী হননি।
আইআর/২০ ডিসেম্বর