ধর্মপাশা প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষে জন্মনিয়ন্ত্রণরোধে তিনবছর মেয়াদে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ উপলক্ষে গতকাল শনিবার (১৮ডিসেম্বর) সকাল ১০টার দিকে ইমপ্ল্যান্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলার বিভিন্ন গ্রামের ৭২জন সক্ষম দম্পতিকে ইমপ্ল্যান্ট পরানো হয়। এই ক্যাম্পে সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (মা ও শিশু স্বাস্থ্য) ডা. মিজানুর রহমান রনি।
সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন পরিবার কল্যাণ পরিদর্শিকা বিউটি রানী তালুকদার। পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা পরিকল্পনা বিভাগ এই ক্যাম্পের আয়োজন করে।
আইআর/১৯ ডিসেম্বর