সিলেট৭১নিউজ ডেস্ক;: মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীতে বিজয় মিছিল করবে বিএনপি। আজ রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টন থেকে এই মিছিল শুরু হওয়ার কথা। এতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নিবেন।
গতকাল শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। রিজভী বলেন, রোববার দুপুর ২টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে এ বিজয় র্যালি শুরু হবে।
র্যালিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা নেতৃত্ব দেবেন। বিজয় মিছিল সফল করার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে আহ্বান জানান তিনি।
বিজয় র্যালিতে অংশ নেওয়ার জন্য নেতাকর্মীদের দুপুর ১টার আগেই নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী।
এদিকে, গতকাল শনিবার বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীতে বিজয় শোভাযাত্রা করে আওয়ামী লীগ। শোভাযাত্রায় অংশ নিতে শনিবার দুপুরের একটু আগে থেকেই জাতীয় পতাকা, পোস্টার, প্ল্যাকার্ড হাতে নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সামনে হাজির হয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্বাধীনতা আর বিজয়ের স্লোগানে মুখর হয়ে উঠে চারিদিক।
শাহবাগ, এলিফ্যান্ট রোড, সাইন্সল্যাব হয়ে ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হয় শোভাযাত্রা।
আইআর/১৯ ডিসেম্বর