সিলেট৭১নিউজ ডেস্ক;: শিক্ষাপঞ্জি অনুযায়ী প্রতিবছরের ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমানের পরীক্ষা হলেও এ বছর করোনার কারণে তা দীর্ঘ আট মাস পর শুরু হয়ে গত ২৩ নভেম্বর শেষ হয়েছে। পরীক্ষা শুরুর সময় শিক্ষামন্ত্রী বলেছেন, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। সে হিসাবে চলতি সপ্তাহে ফল প্রকাশের কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। তবে চলতি মাসেই ফল প্রকাশ হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
সূত্রমতে, এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরীক্ষকদের কাছে খাতা পাঠিয়ে দেওয়া হয়েছে। খাতা দেখে নম্বর জমা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। পরীক্ষকেরা সে অনুযায়ী নম্বর বোর্ডে জমাও দিয়েছেন। এখন কেন্দ্রীয়ভাবে একটি স্বতন্ত্র সফটওয়্যারের মাধ্যমে ফল প্রস্তুত করা হচ্ছে।এ বিষয়ে আন্তশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
অধ্যাপক নেহাল আহমেদ গতকাল শনিবার বলেন, ‘এবার এসএসসি ও সমমানের পরীক্ষার মাত্র আট দিন পরই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আমাদের যেসব লোক এসএসসির ফল তৈরি করে, তাদের আবার এইচএসসির ফল নিয়েও কাজ করতে হয়। আর অনেক কম গ্যাপে পরীক্ষা হওয়ায় স্বাভাবিকভাবেই একটু চাপ তো আছেই। তবে আমরা আশা করছি, ২৩ বা ২৪ ডিসেম্বরের মধ্যে হয়তো আমাদের কাজগুলো শেষ হবে। তারপর ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর সময় পাওয়াও একটা বিষয়। প্রধানমন্ত্রী সময় দেওয়ার আগে বলা যাচ্ছে না কবে ফল প্রকাশ করা হবে। তবে আমরা আশা করছি, চলতি মাসের মধ্যে ফল প্রকাশ করতে পারব।’
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২৩ সাল থেকে নতুন শিক্ষাক্রম ধাপে ধাপে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ২০২৫ সালে এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হবে। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য ২০২২ সাল থেকে প্রাথমিকে ১০০টি এবং মাধ্যমিকে ১০০টি প্রতিষ্ঠানে পাইলটিং শুরু হচ্ছে। এ জন্য শিক্ষকদের প্রশিক্ষণ চলছে, টিচার্স গাইড তৈরি হচ্ছে।
আইআর/১৯ ডিসেম্বর