সিলেট৭১নিউজ ডেস্ক;: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু-গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হন ৯ জন।
এদিকে সংঘর্ষের কিছুক্ষণ পর একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান এতথ্য জানান।
ওসি সারোয়ার জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের বর্তমান ও সাবেক সংসদ সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৯ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড টিয়ার গ্যাস ছোড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এছাড়া সংঘর্ষের কিছুক্ষণ পর দুপুর ১২টার দিকে একদল লোক পাকুন্দিয়া-মির্জাপুর সড়কে একটি বাসে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে পাকুন্দিয়ার সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন দলীয় নেতা কর্মীদের নিয়ে উপজেলা পরিষদ এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে যান। এ সময় কিশোরগঞ্জ-২ আসনের বর্তমান এমপি নূর মোহাম্মদের সমর্থকরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকজন আহত হয়। পরে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আইআর/১৬ ডিসেম্বর