বানিয়াচং প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচংয়ে দলীয় নির্দেশনা অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় বানিয়াচং উপজেলার আওয়ামী লীগের ১৬ নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বানিয়াচং উপজেলায় যাদের বহিষ্কার করা হয়েছে তারা হলেন – ৫নং দৌলতপুর ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো. আজিজুর রহমান, ৬নং কাগাপাশা ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো. এরশাদ আলী, ৭নং বড়ইউড়ি ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. এয়াওর মিয়া, ৮নং খাগাউড়া ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ দুলাল, ১০ নং সুবিদপুর ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী হবিগঞ্জ পৌর যুবলীগ নেতা মো. কাউছার চৌধুরী, ১১নং মক্রমপপুর ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সদস্য ইয়াহিয়া চৌধুরী ও জেলা কৃষকলীগের কৃষি ও ঋণ বিষয়ক সম্পাদক মো. তাহির মিয়া।
এছাড়া ১২ নং সুজাতপুর ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সদস্য এনাম খান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সমাজকল্যাণ সম্পাদক মো. সাদিকুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাজার কামরান, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফরিদ, রবিন চৌধুরী মলু, জেলা কৃষকলীগের বন ও পরিবশেষ সম্পাদক মো. হেলাল মিয়া, ১৩ নং মন্দরী ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের মুক্তিবিষয়ক সম্পাদক আব্দুল হেকিম ফুল মিয়া, ১৪নং মুরাদপুর ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সদস্য রফিকুল ইসলাম পাশা এবং ১৫ নং পৈলারকান্দি ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন তালুকদার ও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো. শাহজাহান মিয়া।
বিএ/১৫ ডিসেম্বর