আদালত প্রতিবেদকঃ ৭ জনকে অভিযুক্ত করে সিলেট মহানগর ও জেলা দায়রা জজ আদালতে ছাত্রলীগ কর্মী তানিম হত্যা মামলার চার্জশীট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ। নতুন চার্জশিটে মূল মামলার আসামী ২৯ জনের মধ্যে ৬ জন এবং মামলায় নাম ছিল না-এমন ১ জনকে নতুন করে যুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ছাত্রদলের ১ জন নেতাও রয়েছেন। এনিয়ে নানা মহল থেকে পুলিশী তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিএনপি নেতাদের অভিযোগ,ক্ষমতাসীন দলের একটি প্রভাবশালী গ্রুপের নেতাদের ইন্ধনে পুলিশ এ মামলায় ভিন্ন দল ও মতের নিরপরাধ ২ জনকে যুক্ত করে চার্জশীট দিয়েছে। তবে,পুলিশ এই অভিযোগ অস্বীকার করে বলছে,তারা অধিক তদন্ত করে তানিম হত্যাকান্ডে এই ৭ জনের সম্পৃক্ততা পেয়েছে। তদন্তের ফলাফল অনুযায়ী চুড়ান্ত প্রতিবেদনে ৭ জনকে আসামী করা হয়েছে এবং বাকীদেরকে বাদ দেওয়া হয়েছে।
চার্জশিটে অভিযুক্ত ৭ আসামী হলেন জাকির হোসেন,জয়নাল আবেদীন ডায়মন্ড,রুহেল আহমদ,আবিদ হোসেন,সুলতান আহমদ লিটন,উমেদুর রহমান ও রুমেল আহমদ। অভিযুক্তদের মধ্যে ৪ জন বর্তমানে কারাগারে আছেন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। বাকী দুজনের মধ্যে উমেদ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক এবং সুলতান আহমদ লিটন মেজরটিলার একটি সামাজিক সংগঠনের সদস্য বলে জানিয়েছে তাদের পরিবার। তারা দু’জনই পলাতক।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানিয়েছেন,পলাতক আসামীদের ধরতে পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে।
উল্লেখ্য,২০১৮ সালের ৭ জানুয়ারী রাত ৯ টার দিকে সিলেট নগরীর টিলাগড় এলাকায় কুপিয়ে হত্যা করা হয় ছাত্রলীগ কর্মী তানিমকে। সে স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী ছিল। বিবদমান ছাত্রলীগের গ্রুপিং দ্বন্দের জেরে এ হত্যাকান্ড ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। ১০ জানুয়ারী নিহত তানিমের বন্ধু দেলওয়ার হোসের রাহী বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরোদ্ধে শাহপরান থানায় মামলা করেন। দীর্ঘ তদন্তের পর গতকাল (২০ জুন) আদালতে আলোচিত এ হত্যা মামলার চার্জশীট দাখিল করে পুলিশ।