সিলেট৭১নিউজ ডেস্ক;: বগুড়ার সান্তাহারে প্লাস্টিকের কারখানায় আগুনে পুড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের লাশ উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস স্টেশন।
আদমদিঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের কর্মকর্তা রুহুল আমিন জানান, মঙ্গলবার সকাল ১০টায় শান্তাহার-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত বিআইআরএস ইত্তেহাদ প্লাস্টিক কোম্পানি লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন ধীরে ধীরে কারখানার চারদিকে ছড়িয়ে পড়লে কর্মরত শ্রমিকরা অগ্নিদগ্ধ হন। পরে ফায়ার সার্ভিসের ৫ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। তাদের পরিচয় এখনো জানা যায়নি। এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণও জানা যায়নি বলে জানান তিনি।
তবে স্থানীয় লোকজন জানিয়েছেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে।
এবিএ/১৪ ডিসেম্বর