দোয়ারাবাজার প্রতিনিধি;; দোয়ারাবাজারে ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
সোমবার (১৩ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ-ছাতক ভায়া দোয়ারাবাজার সড়কে ৯কোটি টাকা ব্যয়ে উপজেলার নোয়াগাঁও খালে ৯৫৫ মিটার চেইনেজে ৯৫ মিটার ব্রিজের ভিত্তিপ্রস্তর করা হয়।
এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে মুহিবুর রহমান মানিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম রোল মডেল।
তিনি বলেন, বিগত ভয়াবহ দুর্যোগে সুনামগঞ্জ-ছাতক ভায়া দোয়ারাবাজার সড়কের নোয়াগাঁও খালের ব্রিজ ভেঙে অপূরণীয় ক্ষয়ক্ষতি সাধিত হয়। করোনা বিপর্যের কারণে দ্রুত কাজ করা সম্ভব হয়নি। ছাতক ও দোয়ারাবাজার উপজেলার ২২টি ইউনিয়নের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত উন্নয়ন কর্মকাণ্ড শুরু করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, উপজেলা পরিষদের মহিলা ভাইস ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালেহা বেগম সুনামগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম, ঠিকাদারি প্রতিষ্ঠানের চীফ ইঞ্জিনিয়ার সরদার মাহবুবুর রহমান, প্রকৌশলি ইঞ্জিনিয়ার সাজিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হাজী আবদুল খালেক, তানভীর আশরাফ চৌধুরী বাবু, পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল ওয়াহিদ, মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার, উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলাল আহমদ, আ’লীগ নেতা শফিকুল ইসলাম বাবুল, দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ সর্বস্তরের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এবিএ/১৩ ডিসেম্বর