ছাতক প্রতিনিধি;; সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আবু জাহিদ মো. আব্দুল গফফারসহ ছাত্রলীগ নেতৃবৃন্দের ওপর মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এই সমাবেশ থেকে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আল আমিন রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
রোববার (১২ ডিসেম্বর) রাতে গোবিন্দগঞ্জ পয়েন্টে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহিদ হাসান ডালিমের সভাপতিত্বে ছাত্রলীগ নেতা গোলাম মোস্তফা রনির পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাওসার আল মামুন, সাবেক মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আবু জাহিদ মো. আব্দুল গফফার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সুয়েবুর রহমান, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরশ আলী ও ছাত্রলীগ নেতা শহিদুজ্জামান লিয়ন।
গত ৪ ডিসেম্বর গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ছাতক থানায় মামলা হয়। এই মামলায় ছাত্রলীগের কয়েকজনকে আসামি করা হয়।
এ ঘটনার পর সিলেট ছাতকে ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টির বিক্ষোভ মিছিল নিয়ে দুই গ্রুপের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।
পুলিশ আসার আগেই গফফার গ্রুপের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে অপর পক্ষ মঞ্জুর গ্রুপ বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দিয়ে ভেঙে দেয়া হয়। এ ঘটনার গফফার গ্রুপের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আল আমিন রহমান ছাত্রলীগে একজন অনুপ্রবেশকারী দাবি করে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহিদ হাসান ডালিম বলেন, তার পরিবারের লোকজন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। সে এক সময় শিবিরের কর্মী ছিল। ঢাকায় গিয়ে ছাত্রলীগে অনুপ্রবেশ করে কেন্দ্রীয় ছাত্রলীগের নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ছাত্রলীগ নেতৃবৃন্দদের ওপর মামলা দিয়ে এখানে ছাত্রলীগকে ধংসের পায়তারা করছেন। তাই আমরা আল আমিন রহমানকে ছাতকে অবাঞ্ছিত ঘোষণা করছি।
ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহিদ হাসান ডালিমের সভাপতিত্বে গোলাম মোস্তফা রনির পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাওসার আল মামুন, সাবেক মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আবু জাহিদ আব্দুল গফফার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সুয়েবুর রহমান, গোবিন্দগঞ্জ সৈদেরগাওঁ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরশ আলী, ছাত্রলীগ নেতা শহিদুজ্জামান লিয়ন প্রমুখ।
এবিএ/১৩ ডিসেম্বর