হবিগঞ্জ প্রতিনিধি;; হবিগঞ্জে জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।
রোববার (১২ ডিসেম্ববর) দুপুরে জেলা প্রশাসনের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রফিকুল আলম এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। ।
এসময় জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠনে উপস্থিত বক্তৃতা ও প্রেজেন্টেশন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
৫ম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উপলক্ষে এবছর জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয় ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’। জাতীয় কর্মসূচীর সাথে সামঞ্জস্য রেখে হবিগঞ্জ জেলায় নানা কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন।
সকালে জাতির জনক বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক । এসময় একটি র্যালি বের করা হয় এতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসকের কার্যালয়সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষকমন্ডলী, সাংবাদিকবৃন্দ, উদ্যোক্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
আইআর/১২ ডিসেম্বর