এসবিএন: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আব্দুস সবুর মিয়া বলেছেন, দেশের দরিদ্র জনগোষ্ঠিকে সহযোগীতা করতে যুক্তরাজ্যের প্রবাসীরা এগিয়ে আসায় দরিদ্ররা উপকৃত হচ্ছে।
মানুষ একে অন্যের প্রতি সহযোগিতার হাত বাড়ালে দেশ ও জাতি উপকৃত হবে। বিত্তবানরা সহ সমাজের প্রতিটি স্তরের মানুষ দারিদ্র বিমোচনে এগিয়ে আসা উচিত।
ক্যাপ ফাউন্ডেশন ইউকে ২০১২ সাল থেকে সিলেট বিভাগের ১৩টি উপজেলায় দরিদ্রদের মাঝে মেডিকেল এইড, শিক্ষা বৃত্তি, স্যানিটেশন, গৃহ নির্মাণ, রিক্সা, টিউবওয়েল, সেলাই মেশিন বিতরণ করে যে ভূমিকা রাখছে তা প্রশংসার দাবী রাখেন। তাদের দেশের প্রতি যে মমতা তা অব্যাহত থাকবে বলে দেশের জনগণ মনে করে।
সোমবার দুপুরে সিলেট নগরীর জেলা পুলিশ লাইন শহীদ এসপিএম শামসুল হক মিলনায়তনে ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট বিভাগের ১৩টি উপজেলার ১০০টি সেলাই মেশিন, ৫০টি রিক্সা, ৩০টি স্যানিটেশন, ১০টি গৃহ নির্মাণ, ৫০ জনকে শিক্ষা বৃত্তি, ১০টি মেডিকেল এইড ও ৪৫টি টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ক্যাপ ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আব্দুস সহিদ মুহিদের সভাপতিত্বে ও এমদাদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান পিপিএম, সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, ক্যান্ডস অব ক্যাপ ব্যারিষ্টার মঈনুল ইসলাম, সামসুল হক, নজরুল ইসলাম।
বক্তব্য রাখেন, ক্যাপ ফাউন্ডেশনের ফাউন্ডার আব্দুন নুর হুমায়ূন, ফারুক মিয়া, সবুজ ইউসুফ বেগ, আতিকুর রহমান, আব্দুল মজিদ, জলিল শাহ, সমুজ আলী, রাসেল আহমদ, আলতাবুর রহমান, জয়নুল আহমদ, শানুর রহমান, মধু মিয়া, সেলিম উদ্দিন, ফৌজি চৌধুরী, সিরাজুল ইসলাম, হারুন মিয়া, আব্দুস সালাম, দেলোয়ার হোসেন, গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ, শাওন আহমদ, তামিম আহমদ, মুসা আহমদ, মাসুম আহমদ, কবির আহমদ, শামীম আহমদ, জামাল আহমদ, ফেরদৌস হোসেন, ইমাম উদ্দিন, তাহমিদ আহমদ, মতিন মিয়া, হুসাইন আহমদ, রায়হান আহমদ, কামরুল ইসলাম, নাসির উদ্দিন, আব্দুল কাইয়ূম প্রমূখ।