রেজিস্ট্রেশন শুরু ১৬ ডিসেম্বর ২০২১ থেকে
সিলেটের জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের হাফিজ মজুমদার বিদ্যানিকেতনের সাবেক ছাত্র-ছাত্রীদের নিয়ে ১ম পূর্ণমিলনী অনুষ্টান আগামী ২৬ ফেব্রæয়ারী হাফিজ মজুমদার বিদ্যানিকেতন মাঠে অনুষ্টিত হবে। গতকাল সিলেট নগরীর উইমেন্স মডেল স্কুল এন্ড কলেজে সন্ধ্যা ৭ টায় ১ম পূণর্মিলনী বাস্তবায়ন উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নিয়েছেন স্কুলের সাবেক ছাত্র-ছাত্রীরা।
সভা শেষে জানানো হয়, আগামী ১৬ ডিসেম্বর ২০২১ বিকাল ৪ টায় একযোগে সিলেটস্থ উইমেন্স মডেল কলেজ ও কালিগঞ্জের ডক্টরর্স প্লাজা মার্কেট নিচ তলা( ডাঃ মোয়াজ্জেম ইসলাম এর চেম্বার) হতে রেজিস্ট্রেশন এর শুভ উদ্ভোধন করা হবে। পূর্ণমিলনী অনুষ্টানে অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল ছাত্রÑ ছাত্রী দের কে আগামী ১৫ জানুয়ারী ২০২২ সালের মধ্য নির্ধারিত ঠিকানায় রেজেস্ট্রেশন করতে হবে অথবা যোগাযুগ করতে পারেন,আব্দুর রহমান ০১৭১৯৮৯৩৬১৩ জাহেদ ০১৭৩৭৩৫৪৫৩৫ এই নম্বরে।
১ম পূর্ণমিলনী বাস্তবায়ন সভায় উপস্থিত ছিলেন হাফিজ মজুমদার বিদ্যানিকেতনের সাবেক শিক্ষার্থী সিলেট উইমেন্স মডেল স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার বাবলু, এক্সিম ব্যাংক কর্মকর্তা কাজী আব্দুর রহমান, সিলেট মেডিকেল বিশ^বিদ্যালয়ের প্রসাশনিক কর্মকর্তা আরিফ আহমদ, ডাঃ মোয়াজ্জেম ইসলাম, আউস কান্দি রশিদিয়িা পাবলিক কলেজের প্রবাসক এ কিউ জাহেদ, সাবকে শিক্ষার্থী মাহতাব আহমদ,আবদুল লতিফ,আজিজুর রহমান তাপাদার,জুবায়ের আহমদ তাপাদার,মোঃ কামরুল ইসলাম, সাব্বির আহমেদ, লিমন আহমদ তাপাদার, সাজন আহমদ, এখতিয়ার হোসেন,আবির,খালেদ, ইকবাল, খালেদ সহ স্কুলের বিভিন্ন বর্ষের সাবেক ছাত্র-ছাত্রীরা।