খেলা ডেস্ক:: ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফাইং প্রতিযোগিতায় অংশ নিয়ে গত ১ ডিসেম্বর দেশে ফেরে নারী ক্রিকেট দল।
ফিরেই হোটেল সোনাগাঁওতে ৫ দিনের কোয়ারেন্টাইনে প্রবেশ করেন তারা। প্রথম দফার কোভিড পরীক্ষায় কেউ পজিটিভ আসেননি। তবে দ্বিতীয় দফার পরীক্ষায় দুজনের কোভিড শনাক্ত হয়।
এরপর আবারো কোয়ারেন্টাইনে রাখা হয় তাদের। সবশেষ জানা গেল ওই দুই নারী ক্রিকেটার করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শনিবার (১১ ডিসেম্বর) ঢাকা শিশু হাসপাতালের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
জানা গেছে, ওই দুই ক্রিকেটার দেশে ফিরলে তাদের নমুনা পরীক্ষা করা হয়। এতে তাদের রিপোর্ট পজিটিভ আসে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) জিনোম সিকোয়েন্স পরীক্ষায় তাদের দেহে ধরা পড়া ধরনটি ওমিক্রন বলে নিশ্চিত করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে আইইডিসিআরের একজন কর্মকর্তা বলেন, ‘আক্রান্ত দুজন নারী ক্রিকেটার ভালো আছেন। তাদের শরীরে মৃদু লক্ষণ রয়েছে। তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।’
এবিএ/১১ ডিসেম্বর