গোলাপগঞ্জ প্রতিনিধি:: গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বেগম রোকেয়া দিবস ২০২১, আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে পৃথক ওই তিনটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শীলা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পালের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আবিদা সুলতানা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ, গোলাপগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, দূর্নীতি প্রতিরোধ কমিটি গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি এনাম আহমদ চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার তোতা মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ শাহিনুর ইসলাম শাহিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, গোলাগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মোঃ শফিকুর রহমান, গোলাপগঞ্জ মডেল থানা উপ পরিদর্শক জাহাঙ্গীর আলম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, সরকারী এম সি একাডেমী স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন, গোলাপগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক প্রমুখ।