গোলাপগঞ্জ প্রতিনিধি:: গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসারের সাথে বেসরকারী স্কুল শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা সভা কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির বলেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির জনকের লালিত স্বপ্ন বাস্তবায়নে আমরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছি। বিজয়ের মাস ডিসেম্বর মাস। স্বাধিনতা সুবর্ণ জয়ন্তী পালন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ১৬ডিসেম্বর পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান সকলের অংশগ্রহণে সফল ও সার্থক হয়ে উঠবে বলে তিনি মনে করেন। এসময় স্কুল শিক্ষকগণ যার যার অবস্থান থেকে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সফল করতে প্রস্তুত রয়েছেন বলে অভিপ্রায় ব্যক্ত করেন।
ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অজামিল চন্দ্র নাথের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ আইডিয়াল পাবলিক স্কুলের পরিচালক মোঃ মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন বরায়া শিশু বিদ্যালয়ের পরিচালক আজমল হোসেন, চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ভাদেশ^র সৈয়দ ইফতেখার আলী শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুহৃদ রঞ্জন দাস, দ্বীন মোহাম্মদ একাডেমির প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, শাম্মী চাইল্ড একাডেমির সহকারী শিক্ষক জিয়াউল আলম, সোনাপুর মডেল একাডেমির প্রধান শিক্ষক জামিল আহমদ, হাজেরা প্রিÑক্যাডেট ইসলামী একাডেমির প্রধান শিক্ষক আবুল হাসান, আধুনিক শিশু একাডেমির প্রধান শিক্ষক সাহিদা বেগম, হাসনা নাজিম মডেল স্কুলের প্রধান শিক্ষক আবুল হাসনাত, কয়েছ আহমদ একাডেমির প্রধান শিক্ষক মারুফ আহমদ, আলো নিকেতন ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মোতাহার হোসেন, তারা মিয়া খান ইন্টারন্যাশনাল একাডেমির সহকারী শিক্ষক জয়নুল আলম, নিশ্চিন্ত আইডিয়াল একাডেমির সহকারী শিক্ষক সিন্টু রুদ্র পাল, লিপি একাডেমির প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, সানলাইট একাডেমির প্রধান শিক্ষক নিদুল চন্দ্র পাল, চাইল্ড একাডেমিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ জহির উদ্দিন খান, মেহেরপুর মডেল একাডেমির প্রধান শিক্ষক মোঃ আব্দুশ শহীদ, আল মদিনা মডেল একাডেমির সহকারী মোঃ আবুল কাশেম, লতিফিয়া ইসলামীক একাডেমির সহকারী শিক্ষক মোঃ আক্তার হোসেন, সৃজনী বিদ্যাপীঠের সহকারী শিক্ষক মোঃ ফখরুল ইসলাম, আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সেবক তালুকদার প্রমুখ।