তাহিরপুর প্রতিনিধি: আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবসে’ তাহিরপুর উপজেলার ৪জন জয়িতা নারীকে সম্মাননা প্রদান করা হয় ।
আজ বৃহস্পতিবার (৯ডিসেম্বর) উপজেলার কনফারেন্স হল রুমে, মহিলা বিষয়ক অধিদপ্তর,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা চলাকালে ঐ ৪জন জয়িতার নারীকে সম্মাননা প্রদান করা হয়।
এসময় জয়িতার নারীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা রায়হান কবির।
সম্মাননার স্মারক প্রাপ্ত নারীরা হলেন ,অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ফজিলত নেসা, সফল জননী নারী মোছা. দেলোয়ারা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য চম্পা বেগম ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় নার্গিস আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইকবাল হোসেন ভুঞা,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুরহান উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, স্যানক্রেড ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের রিকল প্রকল্পের এফএফ সেলিনা আক্তার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাহিরপুর উপজেলা ম্যানেজার বিভুদান বিশ্বাস, থানার এস আই মো. গোলাম হক্কানী, সাংবাদিক আমিনুল ইসলাম, সাংবাদিক , বাবরুল হাসান বাবলু, জয়িতা উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাহাড়ী গ্রামের চম্পা বেগম প্রমুখ ,
এবিএ/৯ ডিসেম্বর