শাল্লা(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ শাল্লা উপজেলায় পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ২শত ৯৪ জন প্রার্থী তাঁদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন।
তফসিল অনুযায়ী সারা দেশের ন্যায় শাল্লা উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ৫ জানুয়ারী ভোট গ্রহণের দিন ধার্য্য করেছেন।
এ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা তাঁদের মনোনায়ন পত্র দাখিল করেছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তাদের কাছে। উপজেলার ৪টি ইউনিয়নে ২জন রিটার্নিং কর্মকর্তা রয়েছে।
নির্বাচনে উপজেলার ৪টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ২৫ জন, সংরক্ষিত মহিলা আসনে ৭১ ও সাধারণ সদস্য পদে ১ শত ৯৮ জন প্রার্থী তাঁদের মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে জানিয়েছেন আটগাঁও, হবিবপুর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা আলমগীর কবীর খান ও বাহাড়া, শাল্লা ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা।
উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগের ৪, বিদ্রোহী ও স্বতন্ত্রসহ মোট ২১ জন প্রার্থী চেয়ারম্যান পদে তাঁদের মনোনয়রপত্র জমা করেন।
শাল্লা উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, পঞ্চম ধাপে উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্য়ন্ত এ মনোনয়ন পত্র জমা নেয়া হয়েছে। মনোনয়ন বাছাই ১২ ডিসেম্বর, মনোনয়ন প্রত্যাহার ১৯ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারী।
উপজেলা নির্বাচন কর্মকর্তা( অতিরিক্ত দায়িত্ব) রেজাউল করিম বলেন, নির্ধারিত তারিখে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। এটি সফল করতে প্রার্থী ও ভোটারদের সহায়তা আশা করছি।
এবিএ/৯ ডিসেম্বর