ধর্মপাশা প্রতিনিধি:: পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ ( ইউপি) নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রাথীদের কে দলীয় মনোনয়ন সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।
৫ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়ন সংক্রান্ত চিঠি আজ বুধবার (৮ডিসেম্বর) দুপুরে দলীয় মনোনীত প্রার্থীদের হাতে এসে পৌঁছেছে।
ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন যারা পেয়েছেন তাঁরা হলেন, সেলবরষ ইউনিয়নে মো. সুলতান তালুকদার, ধর্মপাশা সদর ইউনিয়নে মো.জুবায়ের পাশা, পাইকুরাটি ইউনিয়নে এম এম এ রেজা, জয়শ্রী ইউনিয়নে সঞ্জয় রায় চৌধুরী , সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে নাসরিন সুলতানা দিপা, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে সেলিম রাজা চৌধুরী, মধ্যনগর ইউনিয়নে প্রবীর বিজয় তালুকদার, চামরদানী ইউনিয়নে মো.আলমগীর খসরু, বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নে আজিম মাহমুদ, বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নে আনোয়ার হোসেন আওয়ামী লীগের দলীয় মনোননয়ন পেয়েছেন।
উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ও সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মো.সুলতান তালুকদার বলেন, দলীয় মনোনয়ন সংক্রান্ত চিঠি পেয়েছি। এ উপজেলায় ইউপি চেয়ারমান পদে ত্যাগী, পরীক্ষিত নেতা কর্মীদেরকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এ জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের কাছে আমরা কৃতজ্ঞ। চেয়ারম্যান পদে নির্বাচিত হলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য নিজেকে সর্বদা নিয়োজিত রাখব।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ বলেন, যারা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন তাঁরা আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত। যারা বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিরোধীতাকারী, দলীয় অনুপ্রবেশকারী ও হাইব্রিড নেতাকর্মীরা দলীয় মনোননয়ন পাননি। প্রার্থীতা বাছাইয়ে সৎ.যোগ্য ও ত্যাগী আওয়ামী লীগের নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন করায় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও বঙ্গবন্ধ কন্যা জননেত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ঠ সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস বলেন, চেয়ারম্যান পদে এ উপজেলায় যারা মনোনয়ন পেয়েছেন তাঁদের বেশির ভাগ লোকই এলাকায় অজনপ্রিয়, নানাভাবে সমালোচিত ও বিতর্কিত ব্যক্তি। আমরা বৈধ উপজেলা কমিটি সুনামগঞ্জ জেলা কমিটির কাছে যাদের নাম পাঠাইনি এমন লোকজনও চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। ত্যাগী ও পরিক্ষিত অনেকেই মনোনয়ন পাননি। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
আগামীকাল ৯ডিসেম্বর পর্যন্ত মনোয়ন পত্র দাখিলের শেষ সময়সীমা ও ৫ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এবিএ/৮ ডিসেম্বর