দোয়ারাবাজার প্রতিনিধি;; সুনামগঞ্জের দোয়ারাবাজারে এনজিও সংস্থার শতভাগ খোলা জায়গায় পায়খানা মুক্ত ইউনিয়ন ঘোষণার অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে জনতা। বুধবার (৮ ডিসেম্বর) উপজেলার বোগলাবাজার ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, accelerated sanitation and water for all (ASWA)-২ জিওবি- ইউনিসেফের প্রকল্পের উদ্যোগে এবং বোগলাবাজার ইউনিয়ন পরিষদের আয়োজনে ওই ইউনিয়নে শতভাগ খোলা জায়গায় পায়খানা মুক্ত ঘোষণার অনুষ্ঠানের প্রস্তুতি নিলে অতিথিরা উপস্থিত হওয়ার পরই তা পণ্ড করে দেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, বোগলাবাজার ইউনিয়নে স্বাস্থ্য সম্মত স্যানিটেশনের কোন কার্যক্রম লক্ষ্য করা যায়নি। অথচ আসওয়া এনজিও সংস্থাটি ঘটা করেই শতভাগ খোলা জায়গায় পায়খানা মুক্ত ইউনিয়ন ঘোষণার অনুষ্ঠান করতে চাইলে এতে বাধা দেয়া হয় এবং তা বন্ধ করে দেয়া হয়।
তারা বলেন, এসব এখন কাগজে কলমে। বাস্তবতায় শতভাগ স্বাস্থ্য সম্মত স্যানিটেশন এই এলাকায় হয়নি।
উল্লেখ্য, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালেহা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল। পরে তারা অনুষ্ঠানে গুটিয়ে চলে যান।
ইউপি সদস্য মনিরুল ইসলাম নান্টু জানান, আমাদের ইউনিয়নে শতভাগ স্বাস্থ্যসম্মত স্যানিটেশন হয়নি। অথচ তারা শতভাগ খোলা জায়গায় পায়খানা মুক্ত ইউনিয়ন ঘোষণা করতে আসছেন আমরা তা বন্ধ করে দিয়েছি।
বোগলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল বলেন, শতভাগ খোলা জায়গায় পায়খানা মুক্ত ইউনিয়ন ঘোষণার অনুষ্ঠানটি স্থানীয়দের অনুরোধে বন্ধ করে দেওয়া হয়েছে।
জানতে চাইলে উপজেলা বার্ক এর ম্যানেজার শান্ত শিব রায় বলেন, স্থানীয় লোকজন এবং নবনির্বাচিত জনপ্রতিনিধিরা অনুষ্ঠান করতে বাধা দেওয়ায় আমরা অনুষ্ঠান বন্ধ করে চলে এসেছি।
এবিএ/৮ ডিসেম্বর