দিনাজপুরের বিরামপুর সীমান্তে এক কোটি ৬১ লাখ টাকা মূল্যের ৪০০ গ্রাম কোবরা সাপের বিষসহ রফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি রফিকুল ইসলাম বিরামপুর উপজেলার বিনাইল ইউপি’র হামলাকুড়ি গ্রামের ইমার উদ্দিনের ছেলে। দেড় কোটি টাকার সাপের বিষসহ এক যুবক আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ি ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত অধিনায়ক) মো: নঈম রেজভী।
তিনি জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর উপজেলার অচিন্তপুর বিওপি’র হাবিলদার আলতানুর রহমানের নেতৃত্বে একটি টহল দল শিবপুর বাজারে অভিযান পরিচালনাকালে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ৪০০ গ্রাম কোবরা সাপের বিষসহ রফিকুল ইসলাম নামের এক যুবককে আটক করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বিজিবি বিরামপুর থানায় একটি মামলা করেছে বলে তিনি জানান।
এবিএ/৭ ডিসেম্বর