স্টাফ রিপোর্ট:: অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ড মামলায় আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) সাক্ষ্যগ্রহণের জন্যে তারিখ ধার্য ছিল। আদালতে সাক্ষ্য প্রদানের জন্যে তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশ ইন্সপেক্টর আরমান আলী ,পুলিশ পরিদর্শক আইটি ফরেনসিক মাসুদ সিদ্দিকী এবং উপপরিদর্শক সিআইডি মো. সুহেল রানা উপস্থিত ছিলেন।
এই মামলার কারাগারে আটক আবুল খায়ের রশিদ আহমদ এবং শফিউর রহমান ফারাবী।দুইজনের মধ্যে আবুল খায়ের রশিদ আহমদকে আদালতে উপস্থিত করা হয় এবং অন্য আসামি শফিউর রহমান ফারাবিকে আদালতে হাজির করা হয়নি। জানা যায় ঢাকা কারাগার থেকে তাকে সিলেট আদালতে নিয়ে আসা হয়নি।
এক আসামি আদালতে উপস্থিত না করায়,গুরুত্বপূর্ণ উপস্থিত তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্ভব হয়নি। সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল সিলেটের বিচারক নুরুল আমিন বিপ্লব মামলাটির পরবর্তী তারিখ আগামি ১৯ জানুয়ারি,২০২১ ধার্য করেছেন।
মামলার বাদীপক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন এমাদ উল্লাহ শহিদুল ইসলাম,মোহাম্মদ মনির উদ্দিন এবং আসামিপক্ষে ছিলেন আব্দুল আহাদ।
এবিএ/৭ ডিসেম্বর