খুলনার পাইকগাছায় একটি রাইস মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রাইস মিল কর্তৃপক্ষ।
উপজেলার গড়ইখালী ইউনিয়নের দক্ষিণ আমিরপুরে বুলবুল অটো রাইস মিলে এ ঘটনা ঘটে। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আগুন লাগার কারণ জানা যায়নি। তবে স্থানীয়রা ধারনা করছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
রাইস মিল কর্তৃপক্ষ জানিয়েছেন, আগুনে মিলের যন্ত্রাংশ ও রক্ষিত ৫০০ ধানের বস্তা পুড়ে ভস্মীভূত হয়েছে। প্রতি বস্তার ওজন ৬০ কেজি। ভস্মীভূত হয়েছে হয়েছে সবকিছুই।
শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু ঘটনা স্থলে যান। এ সময় ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিৎ করেন চেয়ারম্যান আব্দুস সালাম কেরু।
পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান জানান, থানায় জিডি হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
এবিএ/ ৪ ডিসেম্বর