হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে বাল্যবিবাহ বন্ধে মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার ২ ডিসেম্বর উপজেলার ৭ নং করগাও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মুক্তাহার গ্রামের এক অপ্রাপ্তবয়স্ক মেয়ের বাল্যবিবাহের উদ্যোগ প্রাথমিক পর্যায়ে বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন ।
গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব উত্তম কুমার দাশ। এসময় প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে অভিভাবকদের মুচলেকা নেয়া হয়। অভিযানে এএসআই মাছুম আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ জানান, বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এবিএ/ ২ ডিসেম্বর