শাল্লা(সুনামগঞ্জ) প্রতিনিধিঃশাল্লা উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও রাজাকার আফিজ আলীর ছেলেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার তালিকায় সুপারিশের অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামীলীগের বিরুদ্ধে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এছাড়া আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
উপজেলার আটগাঁও ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে লড়ার জন্য উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দীকের নাম তালিকার প্রথমে রেখে কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।
উপজেলা আওয়ামীলীগ সুত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর বিএনপি নেতা আবু বক্কর সিদ্দীক আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে যান। সেই সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অলিউল হক ও সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ ওই বিএনপি নেতা ও রাজাকারের ছেলের নাম আওয়ামী লীগের দলীয় মনোনয়ন তালিকায় অন্তর্ভুক্ত করতে দিরাই শাল্লার সাংসদ ড. জয়াসেনকে সুপারিশ করেন। সেই সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থেকেও কোনো বিরোধীতা করেননি বলে অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্চুক আটগাঁও ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী একজন বলেন, উপজেলা আওয়ামী লীগ তৃণমূলের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেষ পর্যন্ত আবু বক্কর সিদ্দীকের নাম এক নম্বরে রেখে কেন্দ্রে পাঠানো হয়েছে। এজন্য তাকে মনোনয়ন না দিতে আওয়ামী লীগের হাইকমান্ডের সুদৃষ্টি কামনা করেন তিনি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন বলেন, উপজেলা আওয়ামী লীগ জানিয়েছে এই আবু বক্কর বিএনপির না। আটগাও ইউনিয়নে দুই তিনজন আবু বক্কর সিদ্দীক রয়েছে। আর তালিকায় যার নাম দেয়া হয়েছে তিনি ছাত্রলীগের রাজনীতি করেছে বলে উপজেলা আওয়ামী লীগ জানায়। তাই এই নামটি নিয়ে এখন নানা অভিযোগ উঠছে। তাই আমরা যাচাই বাছাই করছি। তিনি আরো বলেন, বিএনপি ও রাজাকারের ছেলেদের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক হতে পারে না। যারা এই কাজটি করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, এখনো তালিকা জমা দেয়া হয়নি। আমরা যাচাই বাছাই করে কেন্দ্রে তালিকাও জমা দেব।
এবিএ/ ২ ডিসেম্বর