সুনামগঞ্জ প্রতিনিধি;: ১৪ ডিসেম্বর মহান বুদ্ধি জীবি দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ৬ ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদার ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক বিজন কুমার সিংহের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম, সিভিল সার্জন ডা.শামস উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক তামীম আল ইয়ামিন, এন এস আই যুগ্ম পরিচালক ড মোহাম্মদ রফিকুল ইসলাম, বিজিবির অতিরিক্ত পরিচালক আব্দুর রাজ্জাক, এডভোকেট বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, নুরুল মোমেন ,আবু সুফিয়ান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন, এডভোকেট নান্টু রায়,সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, পৌর কলেজের সহকারী অধ্যাপক শাহ আবু নাসের, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা তথ্য অফিসার আব্দুল ছাত্তার মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম প্রমুখ।
সভায় সরকারের নির্দেশিত মতে যথাযোগ্য মর্যাদার সাথে নানা কর্মসূচির মধ্য দিয়ে তিনটি দিবস উদযাপন করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এবিএ/ ২ ডিসেম্বর