বড়লেখা সংবাদদাতাঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত আওয়ামীলীগ নেতা ছায়দুল ইসলাম গতকাল (২৯ মার্চ) সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। নিহত ছায়দুল ইসলাম উপজেলার দাসের বাজার ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত আকিব আলীর ছেলে । এর ফলে উপজেলা যুবলীগের সভাপতি সোয়েব আহমদ বাদী হয়ে গতকাল ৪০ জন কে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, উপজেলা যুবলীগের সভাপতি সোয়েব আহমদ বাদী হয়ে ৪০ জন আসামীর নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন। সোয়েব আহমদের দায়ের করা মামলায় শীর্ষ আসামীরা হলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারী রফিকুল ইসলাম সুন্দর, আওয়ামীলীগ নেতা মাসুক মিয়া, জুবের আহমদ, কামাল মিয়া, আবুল হোসেন, জয়নুল ইসলাম, জাকির আহমদ, ফখরুল ইসলাম প্রমুখ।
গত শুক্রবার (২৬ মার্চ) উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারী রফিকুল ইসলাম সুন্দর ও যুবলীগের সভাপতি সোয়েব আহমদের গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ছাইদুল ইসলাম গতকাল (২৯ মার্চ) সোমবার চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে মৃত্যু বরন করেন।