বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় চাঁদা না পেয়ে আবুল হোসেন নামের এক ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দাসের বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম আবুল হোসেন, তিনি স্থানীয় দাসের বাজার ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত ছমির উদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন দীর্ঘদিন থেকে চাউলের ব্যবসার সাথে জড়িত । দাসের বাজারে ‘আবুল চাউলের আড়ৎ’ নামের দোকানও রয়েছে তার। এর সুবাদে স্থানীয় দাসের বাজার ইউনিয়নের আওয়ামীলীগ নেতা জিয়াউর রহমান ব্যবসায়ী আবুল হোসেনের নিকট বিভিন্ন সময় চাঁদা দাবী করে আসছেন। গতকাল (২৫ মার্চ) সোমবার জিয়াউর রহমান ও তার সহযোগীরা ব্যবসায়ী আবুলের কাছে চাঁদা দাবী করেন। দাবীকৃত চাঁদার টাকা না পাওয়ায় জিয়াউর রহমান ও তার সহযোগীরা দেশীও অস্ত্র দিয়ে ব্যবসায়ী আবুল কে আক্রমন করে মারাত্মক আহত করে। পরে স্থানীয় লোকজন আহত আবুল হোসেনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
ঘটনার বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনার বিষয়ে আমি অবগত। থানায় লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহন করব।