কবি অজয় বৈদ্য অন্তর:: পৃথিবীতে যখন অন্যায়, অসত্য, অপকর্ম বেড়ে যায়। যখন সত্যের অস্তিত্ব সংকটাপন্ন তখন মহামারী আসে। সত্যকে প্রতিষ্টা হেতু আসে প্রলয়ঙ্করী ঝড়।
যখন ক্ষমতাবানরা তাদের ক্ষমতার অপব্যবহার করেন। সাধারণ মানুষগণ যখন হারিয়ে ফেলে তাদের শান্তি। তখন পৃথিবী বিনির্মাণের জন্য হয় ভয়াবহ যুদ্ধ।
কিন্তু এতে কেবল ক্ষমতাবানরাই ক্ষতিপ্রাপ্ত হয় না। এই মহামারীতে বৃদ্ধ, যুবক, নারী, সৎ, অসৎ সবাইকে দিতে হয় প্রাণ।
এই মহামারী করোনা থেকে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত। যে এই পৃথিবী আজ বিপর্যয়ের পথে, ধ্বংসের পথে। প্রতিদিন লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। চারদিকে কেবল হাহাকারের ক্রন্ধন ধ্বণি শোনা যায়।
এতো রক্তপান করেও তৃপ্ত হচ্ছ না আজ পিশাচীনির হৃদয়। আর তার পেছনের কারণ আমরা এখনো সংশোধিত হতে পারি নি। এখনো আমরা এই মৃত্যুর মিছিলের দিনেও লাশের ব্যবসা ছাড়তে পারিনি।
অক্সিজেন সিলিন্ডার এর অভাবে হাসপাতালে শিশুর হৃদয়বিদারক কান্না তার বাবার জন্য। বৃক্ষের সারির মতো হসপিটালে সাজানো চিতার আসন।
যার যায় সেই তো বুঝে। মায়ের আহত কান্না থেকে আমাদের ভালোবাসাকে অধ্যায়ণ করা উচিত। দেশের স্বার্থে আমাদের বিবেকের বোতামগুলো খোলা উচিত।
আপনারা যার যার জায়গা থেকে অন্যায় অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ভালোবাসার চোখ দিয়ে পৃথিবীটাকে দেখুন। আগামীর সন্তানদের জন্য কাঁশফুল ছোঁয়া ভোর পেতে। সকল অভিচারের বিরুদ্ধে প্রতিরোধ করুন।
মনে রাখবেন আমি আমার জন্য লিখছি না। আমি সমাজের,দেশের, পৃথিবীর মানুষের হৃদয়ে ফিরে দিতে চাই প্রশান্তির নীড়। আর এতে কে শত্রু হলো আর কে মিত্র হলো আমি কখনোই ভাবি না। আর অদূর ভবিষ্যতেও ভাববো না।
“একটি সুন্দর, সুদৃঢ় পথ নির্মাণে আমি দৃঢ়সংকল্প ”।
লেখক: কবি অজয় বৈদ্য অন্তর
এবিএ/৩০ নভেম্বর