স্টাফ রিপোর্ট:: সিলেটে বিএনপি আয়োজিত বিভাগীয় সমাবেশে দলটির চেয়ারপার্সন খালেদা জিয়ার তিন উপদেষ্টা যোগ দিয়েছেন। মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ২টা থেকে এই সমাবেশ শুরু হয়েছে।
দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ‘নিঃশর্ত’ মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে নগরীর রেজিস্ট্রারি মাঠে এই সমাবেশের আয়োজন করেছে জেলা ও মহানগর বিএনপি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন সমাবেশে।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক চৌধুরী, তাহসিনা রুশদী লুনা সমাবেশে উপস্থিত রয়েছেন। মূল মঞ্চের সামনের সারিতে বসেছেন তাঁরা। সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরীও উপস্থিত রয়েছেন।
এদিকে, সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত হয়েছেন। তারা খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপিকে ঘিরে নানা স্লোগান দিচ্ছেন। সরকারের বিরুদ্ধেও স্লোগান শোনা যাচ্ছে তাদের কণ্ঠে।
সমাবেশের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন।
এবিএ/৩০ নভেম্বর