স্টাফ রিপোর্ট:: সুনামগঞ্জ জেলার দু’টি উপজেলার ১৭টি ইউপির মধ্যে দু’টিতেই জয় পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে আওয়ামী লীগকে। বাকি ১৫টি ইউনিয়নই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়েও হারের লজ্জা নিয়ে চুপ থাকেতে হলো। নেট দুনিয়াই এক তুমুল ঝড় তুলছে সুনামগঞ্জে নৌকার এমন বেহাল দশা দেখে। প্রার্থী দাতা ও বাছাইকৃতদের এখন আর মুখ চেয়ে কেউ কথা বলছে না।
ভোট গণনা শেষে রোববার রাত সাড়ে ১০টায় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
নিজের ফেইসবুক ওয়ালে ছবি পোষ্ট করে সুজাত মনুর নামের একজন বলেন, অযোগ্য ও বিচ্ছিন্ন ব্যক্তিদের হাতে দলীয় প্রতীক তুলে দিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার ৯ ইউনিয়নে নৌকা ডুবালেন আলহ্বাজ মকিতউর রহমান ও এনামুল কবির ইমন।
সুজাত ক্ষোভে প্রকাশ করে বলেন যে, সুনামগঞ্জে দলকে চুড়ান্ত বিপর্যয় থেকে রক্ষা করতে সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনকেই অভ্যাহতি দেওয়া হোক।
সুনামগঞ্জর সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। এ উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ২টিতে জাপা, ৩টিতে বিএনপি, ২টিতে স্বতন্ত্র প্রার্থী ও ১টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও ১টিতে জমিয়ত প্রার্থী বিজয়ী হয়েছেন।
শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ২টি, বিএনপি সমর্থিত ৩টি এবং ৩টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
সুনামগঞ্জ সদর : সুনামগঞ্জর সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। এ উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ২টিতে জাপা, ৩টিতে বিএনপি, ২টিতে স্বতন্ত্র প্রার্থী ও ১টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও ১টিতে জমিয়ত প্রার্থী বিজয়ী হয়েছেন। ভোট গণনা শেষে গতকাল রোববার রাত সাড়ে ১০টায় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেনে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের বিএনপির স্বতন্ত্র প্রার্থী তৃতীয়বারের মতো আব্দুল অদুদ (আনারস) ২৯৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী আব্দুল মান্নান (লাঙ্গল) পেয়েছেন ২২০৭ ভোট। কুরবাননগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বরকত (মোটরসাইকেল) ৩০৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শামস উদ্দিন (নৌকা) পেয়েছেন ২৯২১ ভোট। জাহাঙ্গীর নগর ইউনিয়নে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রশিদ আহমদ (লাঙ্গল) ৫৮৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল কাদির (আনারস) পেয়েছেন ৪৬৮১ ভোট। সুরমা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমির হোসেন রেজা (চশমা) ৫১৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সিরাজুল ইসলাম (লাঙ্গল) পেয়েছেন ৪৭১০ ভোট। গৌরারং ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী মো. শওকত আলী (লাঙ্গল) ৬৯৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির স্বতন্ত্র প্রার্থী শহীদুল ইসলাম (অটোরিক্সা) পেয়েছেন ৪৮৬৭ ভোট। রঙ্গারচর ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী দ্বিতীয়বারের মতো আব্দুল হাই (মোটরসাইকেল) ৪৬৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মোহাম্মদ ফয়জুর রহমান (লাঙ্গল) পেয়েছেন ৪২০২ ভোট। মোল্লাপাড়া ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী নূরুল হক (মোটরসাইকেল) ৩৪২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম (ঘোড়া) পেয়েছেন ৩১৯৯ ভোট। মোহনপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাইনুল হক (মোটরসাইকেল) ৩১৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সীতেষ তালুকদার মঞ্জু (নৌকা) পেয়েছেন ২৯২১। কাঠইর ইউনিয়নে জমিয়তুল উলামায়ে ইসলামের মনোনীত প্রার্থী শামসুল ইসলাম (খেজুর গাছ) ১৭৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় পার্টির মো. ফারুক মিয়া (লাঙ্গল) পেয়েছেন ১৭৩৯ ভোট।
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) : শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ২টি, বিএনপি সমর্থিত ২টি এবং ৪টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। তথ্য অনুযায়ী, বেসরকারিভাবে উপজেলার ৮টি ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যানরা হলেন, উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে আওয়ামী লীগের জগলুল হায়দার (নৌকা), পূর্ব বীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের রিয়াজুল ইসলাম রাইজুল (নৌকা), দরগাপাশা ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মো. সুফি মিয়া (চশমা), পশ্চিম বীরগাঁও ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী লুৎফুর রহমান জায়গীরদার খোকন (চশমা), পূর্ব পাগলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. মাসুক মিয়া (আনারস), শিমুলবাক ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী শাহীনুর রহমান (আনারস), পাথারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী শহিদুল ইসলাম (ঘোড়া), জয়কলস ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল বাছিত সুজন (ঘোড়া) ।
এবিএ/২৯ নভেস্বর