দোয়ারাবাজার প্রতিনিধি:: দোয়ারাবাজারে ৭ একর রেকর্ডিয় ভূমির মালিক হওয়া সত্বেও অবৈধ পন্থায় খাসজমি পাওয়ার সুযোগ নেওয়ার বিরুদ্ধে নদী ভাঙন কবলিত পরিবারের লোকজনের লিখিত অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের মৃত ইছবর আলীর ছেলে, আনোয়ার মিয়া, জাবেদ মিয়া, সজল মিয়া, মুক্তার মিয়া, দেলোয়ার হোসেন, জহির উদ্দিন, ও আক্তার হোসেনের নামে বাজিত পুর মৌজার সরকারি খাস খতিয়ানের ২৭৯ নং দাগের প্রায় ৫ একর খাস ভূমি, উপজেলা ভূমি অফিস কতৃক বন্দোবস্তের সিদ্ধান্ত নিলে, নদী ভাঙন কবলিত অসহা পরিবারের লোকজন বিষয়টি জানতে পারলে তারা সবাই একত্রিত হয়ে তাৎক্ষনিক ভাবে ১৬/১১/২০২১ ইং সহকারী কমিশনার ভূমি বরাবরে অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে অভিযোগ কারী নদী ভাঙন কবলিত পশ্চিম মাছিম পুরের স্থানীয়রা জানান, অসৎ উপায়ে কি করে ১২ একর রেকডিয় ভূমির মালিক গন খাসজমি বন্দোবস্ত পাওয়ার ছুড়ান্ত সুযোগ পায়। এই এলাকায় অনেক লোকজন নদী ভাঙনে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে গ্রাম ছেড়েছে। এখন খাসজমি বন্দোবস্ত পাওয়ার সুযোগ এক মাত্র নদী ভাঙন কবলিত পরিবারের লোকজন পেতে পারে।
এব্যাপারে সহকারী কমিশনার ভূমি মো. ফয়সল আহমদ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি খতিয়ে দেখা হবে।
এবিএ/২৮ নভেম্বর