দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলার ভুজনা গ্রামের বসত ঘরে বিদ্যুতের তার থেকে আগুন লেগে বসত ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার ১২ টার দিকে উপজেলার ভুজনা গ্রামের মৃত মো.চাঁন মিয়ার ছেলে মো.আকবর জামালের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে এলেও সর্বস্থ হারিয়ে নিঃস্ব হয়েছে পরিবারটি।
আগুন নিয়ন্ত্রণে প্রত্যক্ষ্যদর্শী লোকজন জানান, ঘরের মধ্যে থাকা মালামাল কিছুই বের করা যায়নি। মালামালের মধ্যে ছিল, আসবাপত্র, সুকেজ, খাট, চেয়ার টেবিল, হাঁড়ি পাতিল, ধান, চাউল, নগদ টাকা, সেলাই মেশিন, ৮ বান্ডিল ঢেউটিন, ঘরের কাট সামগ্রী, প্রয়োজনয়ী কাগজপত্র সহ প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি।
এব্যাপারে ভুজনা গ্রামের নব নির্বাচিত সুরমা ইউনিয়নের ইউপি সদস্য মনির উদ্দিন বলেন, বিদ্যূৎতের আগুনে এত বড় ক্ষতি পরিবারের সারাজীবনের সঞ্চয় নিম্মিষে শেষ হয়ে গেল। তিল তিল করে গড়ে তুলা লাখ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত। এই মুহূর্তে পরিবারটির বৃত্তবান ও সরকারি সহযোগিতা প্রয়োজন। আগুনের খবর পেয়ে সুরমা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হালিম বীরপ্রতীক আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এবিএ/২৭ নভেম্বর