জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে এসএসসি পরীক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির সূচনা হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) সকালে ১৭ থেকে ২০ বছর বয়সী শিক্ষার্থীদের এ টিকাদান কার্যক্রম শুরু হয়।
এ কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
শিক্ষার্থীরা জানায়, টিকা নিতে পেরে তারা আনন্দিত। উপজেলায় টিকাদান শুরু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায় তারা।
এবিএ/২৭ নভেম্বর