এসবিএন স্পোর্টস নিউজ: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নক-আউট কাবাডি টুর্নামেন্ট ২০১৬ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার নাজিরবাজারের পশ্চিমে ঈদগাহ সংলগ্ন মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করে সৌখিন কাবাডি খেলোয়াড় বৃন্দ।
প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, ডিএফএ সিলেটের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।
টুর্নামেন্ট কমিটির সভাপতি শেখ শাহজাহানের সভাপতিত্বে ও আনোয়ার হোসেন এবং মহসিন আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য ও জেলা কাবাডি কমিটির আহবায়ক বিজিত চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল খালিক জিতু মিয়া, সিতাব আলী, আব্দুস সামাদ রাহেদ ও ছুরত মিয়া বাবুল, আছাব উদ্দিন আছকির মেম্বার, আব্দুল জলিল হিরন, মিজানুর রহমান সেলিম, জাহাঙ্গীর হোসেন, আব্দুল মান্নান রিপন, আছাদুজ্জামান নুর আছাদ, আবুল কালাম রুনু ও সেবুল আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি মো. ফয়েজ মিয়া, সহ-সভাপতি মো. ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মহসিন আহমদ, সহ-সাধারণ সম্পাদক আশরাফ আলী, অর্থ সম্পাদক সামুল আলী, সহ-অর্থ সম্পাদক মো. খলিল মিয়া, প্রচার সম্পাদক তারেক মিয়া জনি, সহ প্রচার সম্পাদক তারেক আজিজ, দপ্তর সম্পাদক আবু সাঈদ, সহ-দপ্তর সম্পাদক রুমন মিয়া, ক্রীড়া সম্পাদক আশিক আলী, সহ ক্রীড়া সম্পাদক খোকন আহমদ খোকা, সদস্য আব্দুল মালিক, নুরুল হাসান জসি, আব্দুল কাইয়ুম, নেছার আলী, নেবুল মিয়া, আব্দুল কাদির, মুহিবুর রহমান, সাহেদ মিয়া, দেলোয়ার হোসেন, মহসিন মিয়া, এম আহমেদ তামিম, মনির আহমদ, নিরূপ আলী, শিপন মিয়া, কামরান আহমদ রনি, অপু মিয়া, আজমল হোসাইন, দুদু মিয়া, সুমন মিয়া প্রমুখ।
উদ্বোধনী খেলায় দক্ষিণ সুরমা কাবাডি দলকে ৫০-১৬ পয়েন্টে হারিয়ে বালাগঞ্জ কাবাডি দল বিজয়ী হয়। টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহন করবে।
টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে রয়েছে নগদ ২৫ হাজার টাকা ও দ্বিতীয় পুরস্কার রয়েছে নগদ ২০ হাজার টাকা। প্রত্যেক ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচের পাশাপাশি রয়েছে ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরস্কার।