কবি অজয় বৈদ্য অন্তর:: “যে দেশ তোমার দেশের প্রতি শ্রদ্ধাশীল নয়, সে দেশকে বন্ধুসুলভ আচরণ করার কোনো মহত্বতা নেই”
অনুমতি না নিয়ে অনুশীলনের সময় মাঠে পাকিস্তানের পতাকা উড়ানোর অভিযোগে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমসহ ২১ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলা করেছেন।
এই বর্বর পাকিস্তানিদের বাংলাদেশে আসার জন্য পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা উচিত। সামান্যতম জ্ঞান থাকলে এমন কর্ম করতো না এরা। আমার কাছে মনে হয় এই পাকিস্তানি বর্বররা জেনে বুঝে আমাদের দেশে আবার নতুন সমস্যা সৃষ্টির জন্য উঠে পড়ে লেগেছে।
তারা ভালো করেই এই নিয়ম/নীতি জানতো যে কোনো দেশে গিয়ে অনুশীলন মাঠে পতাকা উত্তোলন করতে তার দেশের অনুমতি নিতে হয়। কিন্তু এই বর্বররা সে সকল নিষেধাজ্ঞা অমান্য করে অনুশীলন মাঠে পতাকা উত্তোলন করেছে।
যে দেশ আমার দেশের প্রতি শ্রদ্ধা দেখানোর কোনো আবশ্যকতা মনে করে না। সে দেশকে সে দেশের মানুষের সাথে আমি বন্ধুসুলভ আচরণ দেখানোর কোনো আবশ্যকতা নেই। মহত্ব তো প্রেম ও শ্রদ্ধার মধ্যে নিহিত। এই দেশ আজন্ম আমার দেশের শত্রু। আর তাদের বর্তমান আচরণেই তা প্রতিফলিত হচ্ছে।
সতরাং নীতি অমান্যকারী পাকিস্তানিদের এই দেশে খেলতে আসার জন্য যেনো আর আমন্ত্রণ বা আমাদের দেশে প্রবেশের আর অনুমতি প্রদান করা না হয়। এমন আইনানুগ ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
এবিএ/২৫ নভেম্বর