সুনামগঞ্জ প্রতিনিধি:: শ্রমিক ফেডারেশনের নেতাদের নামে দায়ের কার মামলা প্রত্যাহার, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ, মেয়াদোত্তীর্ণ সেতু থেকে টোল আদায় বন্ধসহ ৫ দফা দাবি আদায়ে সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট চলছে। ফলে সিলেট বিভাগে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে সোমবার (২২ নভেম্বর) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়।
শহরের বাস স্টেশনগুলোতে গিয়ে দেখা যায়, ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাসস্টেশনে সব ধরনের বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা। বাসগুলো সারিবদ্ধ করে রেখে চালক হেলপাররা চলে গেছেন।
এতে করে সুনামগঞ্জ থেকে সিলেটগামী যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। সাধারণ যাত্রীরা যেনো সড়ক পরিবহনের কাছে জিম্মি।
সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল করিম বলেন, ৫ দফা দাবি আদায়ের জন্য সুনামগঞ্জে সকাল থেকে ধর্মঘট চলছে। শ্রমিকদের দাবি মানা না হলে অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে এই ধর্মঘট।
এবিএ/২২ নভেম্বর