আজমিরীগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়নের ২নং ওয়ার্ডে সহিংসতায় ফলাফল স্থগিত হওয়া কেন্দ্রে পুনরায় ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৩০ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে ওই কেন্দ্রের ভোট।
রোববার (২১ নভেম্বর) বিকালে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ৩০ নভেম্বর ২ নং ওয়ার্ডের ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়(আটপাড়া দক্ষিণ) কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। পূর্বের নিয়মেই সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যে প্রার্থীরা প্রতিদ্বন্ধীতা করেছিলেন তারাই আবার প্রতিদ্বন্ধীতা করবেন।
এর আগে গত ১১ নভেম্বর আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গণনার সময় জলসুখা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের দুই প্রার্থীর বাকবিতণ্ডার জেরে দুই চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ খেলু (আনারস) ও রুকসানা আক্তার শিখার (নৌকা) সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়। পুড়িয়ে দেয়া হয় ব্যালট পেপার। ভাংচুর হয় অন্তত ১০টি বাড়িঘর। সংঘর্ষে আহত হন প্রায় অর্ধশত লোক।
এরই প্রেক্ষিতে ১২ নভেম্বর সন্ধ্যায় ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল জব্বার বাদী হয়ে অজ্ঞাতনামা তিনশ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন
এই ওয়ার্ডে চেয়ারম্যান পদে দুইজন ছাড়াও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্ধীতা করছেন ২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন। কেন্দ্রের মোট ভোটার ৯৯৫ জন।
এবিএ/২২ নভেম্বর