ছাতক প্রতিনিধি:: ছাতকস্থ সিলেট পাল্প এন্ড পেপার মিলস (এস পি পি এম) উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার খাতা বিক্রির প্রায় ১লক্ষ টাকা আত্নসাত করা হয়েছে। খাতার পাশাপাশি বিভিন্ন শ্রেণীর সরকারি পাঠ্যবইও রয়েছে বলে জানা গেছে। বিদ্যালয় ষ্টোর রুমে জমাকৃত কাগজ ও সরকারি পাঠ্যবই বিক্রির এমনই ছবি পাঠকের সামনে তুলে ধরা হলো।
জানা গেছে, প্রধান শিক্ষক হারাধন তালুকদার বিদ্যালয়ে যোগদানের পর থেকেই প্রতি বছর বিভিন্ন সময়ে নেয়া ছাত্র-ছাত্রীদের পরীক্ষার খাতা বিক্রি করে দেন। এর মধ্যে সরকার থেকে দেয়া বিনামূল্যে বাজারে বিক্রয় নিষিদ্ধ পাঠ্যবইও রয়েছে।
একটি বিশ্বস্ত সূত্র জানায়, প্রতিবছরই বিদ্যালয়ের পুরাতন কাগজ ও বই বিক্রি হয়। কিন্তু বিক্রির টাকা ব্যাংকে জমা হয়না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করলে টাকা আত্নসাতের ঘটনা বেরিয়ে আসবে বলে অনেকেই ধারণা করছেন। প্রধান শিক্ষক হারাধন তালুকদার ১এপ্রিল ২০১৩ সাল থেকে বিদ্যালয়ে যোগদানের পর থেকেই আর্থিক অনিয়মসহ বিভিন্ন বিষয়ে একের পর এক বির্তকের জন্ম দেন। প্রতি বছর খাতা ও বই বিক্রির ১৪-১৫ হাজার টাকা, এভাবে ৭ বছর ধরে তিনি লক্ষাধিক টাকা ব্যাংকে জমা না করে আত্নসাত করেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক হারাধন তালুকদার ছাত্র-ছাত্রীদের পরীক্ষার পুরাতন খাতা বিক্রির কথা স্বীকার করলেও সরকারি বই বিক্রি এড়িয়ে যান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায় বলেন, সরকারি পাঠ্যবই বিক্রি আইনত দন্ডনীয় অপরাধ। আর পরীক্ষার পুরাতন খাতা বিক্রি করলে ওই টাকা বিদ্যালয় ব্যাংক হিসাবে জমা রাখতে হবে।
এবিএ/২০ নভেম্বের