এসবিএন ষ্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে দু’দিন ব্যাপি তাফসীরুল কুরআন মাহফিল আগামী ১২ ফেব্রুয়ারী শুক্রবার থেকে শুরু হচ্ছে।
প্রতি বছরের ন্যায় এ বছরও আঞ্জুমানে খেদমতে কুরআন এর উদ্যেগে দু’দিন ব্যাপি শুক্র ও শনিবার এ কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
শুক্রবার বিকাল ৪টা থেকে শুরু হয়ে শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তাফসীরুল কুরআন মাহফিল শেষ হবে।
তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মোফাস্সিরে কুরআন মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম বেলালী (ঢাকা), মোফাস্সিরে কুরআন হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম (ঢাকা), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও টিভি ভাষ্যকার ড. মুহাম্মদ হুমায়ুন কবির (চুয়াডাঙ্গা), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মোফাস্সিরে কুরআন মাওলানা আবু তায়্যিব সৎপুরী, প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল মাদানী, প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, হযরত মাওলানা হাফিজুর রহমান।
এছাড়াও স্থানীয় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা বয়ান পেশ করবেন। উল্লেখ্য মাহফিলে মহিলাদের জন্য আলাদা ব্যাবস্থা রয়েছে।