এসবিএন মো. ইসমাঈল হোসেন: সিলেট ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটিতে ‘মুট কোর্ট’ (প্রতিকি আদালত) অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হল রুমে মুট কোর্ট অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪র্থ বর্ষ ২য় সেমিষ্টারের শিক্ষার্থীরা প্রতিকি আদালতে অংশ নেন।
‘মুট কোর্টে’ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ.এফ.এম.আমিনুল ইসলাম এর সার্বিক সহযোগিতা ও পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সুশান্ত কুমার দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান হুমায়ুন কবির, ইংরেজি বিভাগের হেড প্রধান মাহবুব ইবনে সিরাজ, বিবিএ বিভাগের প্রফেসর মো. আব্দুল লতিফ, গণসংযোগ কর্মকর্তা তারেক উদ্দিন তাজ।
প্রতিকি আদালতে বিচারপতির দায়িত্ব পালন করেন মাহবুবা চৌধুরী মুক্তা।
আসামী পক্ষে জেরা করেন মো. ইসমাঈল হোসেন, সুইটি, মিজান, আফজাল, কিবরিয়া, তাজ, কলব, হুমায়ুন, ফরহাদ ও আশিক।
সে সময় উপস্থিত ছিলেন আইন বিভাগের সিনিয়র লেকচারার তাসলিমা সুলতানা, মসিউর রহমান, মাসুম বিল্লাহ, সারওয়ার আহমেদ, আরাফাত হুসাইন, মাহমুদুল হাসান খান, মেহদি হাসান, শরিফুজ্জামান, সামিউর রশিদ চৌঃ, আবুল বাসার, আসাদুজ্জামান খান সাব্বির আহসানসহ আইন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
দর্শকদের সারিত উপস্থিত ছিলেন আফসানা চৌধুরী, বন্যা, জুবায়ের, শিমুল, আমিনা, দিনা, আল-আমীন, মনির, জামি, মিতা, মুমিনুল, আমিনুল, এহসান ও আকরাম সহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।