নবীগঞ্জ প্রতিনিধি:: নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচনের ৬নং কুর্শি ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যানসহ ৬ জন প্রার্থী লন্ডন প্রবাসী। এছাড়া বর্তমান চেয়ারম্যান ও তার সম্বন্ধীক প্রার্থী হওয়ায় উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ৬নং কুর্শি ইউনিয়নের প্রতি দৃষ্টি সব মহলের।
জানা গেছে, ওই ইউনিয়নে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ১ জন প্রার্থীর ঋন খেলাপির জন্য মনোনয়নপত্র বাতিল হয়। বর্তমানে নির্বাচনী মাঠে প্রবাসী ৬জন ভোট যুদ্ধে রয়েছেন। আগামী ২৮ নভেম্বর এই উপজেলায় ভোট গ্রহন অনুষ্টিত হবে। ওই ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থীই লন্ডন প্রবাসী হওয়ায় নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হওয়ার আশংকা রয়েছে বলে ধারণা করছেন অভিজ্ঞ মহল। খোঁজ নিয়ে জানা যায়, বৈধ ৬জন প্রার্থীর সবাই যুক্তরাজ্য প্রবাসী। তারা হচ্ছেন- বর্তমান চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আলী আহমদ মুছা, বর্তমান চেয়ারম্যান আলী আহমদ মুছার সমন্ধিক আওয়ামী লীগ নেতা ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মুকিত, সাবেক চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সৈয়দ খালেদুর রহমান খালেদ, বিদ্রোহী প্রার্থী লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আবু তালিম নিজাম চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী ফারছুর ছোট ভাই যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. শামসুল হুদা চৌধুরী বাচ্চু, যুক্তরাজ্য প্রবাসী ও কমিউনিটি নেতা মো. আব্দুল গফুর।
এছাড়া উপজেলার ১১টি ইউনিয়নেও একাধিক আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের ব্যাপক ভরাডুবির আশংকা রয়েছে। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান জাবেদুল আলম সাজু ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা সহ গত নির্বাচনে সামান্য ভোটে পরাজিত হয়েও প্রার্থী হতে পেরে বিদ্রোহী প্রার্থী হওয়ায় নৌকার প্রার্থীদের চেয়ে কয়েকটি ইউনিয়নে বিদ্রোহীদের বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কারণে বেশ কয়েকটি ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের জয়ের সম্ভাবনা রয়েছে। সব আলোচনা ছাড়িয়ে বর্তমানে ৬নং কুর্শি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৬ প্রার্থী লন্ডন প্রবাসী ও আবারও সমন্ধিক-ভগ্নিপতি নির্বাচনে আসায় মানুষের মাঝে কৌতূহল দেখা দিয়েছে।
বিএ/১৯ নভেম্বর