চুনারুঘাট প্রতিনিধি:: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে প্রশাসনের অভিযান পরিচালনা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দিনে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক। সাথে ছিল পুলিশ প্রশাসনের টিম।
উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়ন এর অন্তর্গত ঘরগাঁও গ্রামে ইজারাবহির্ভূত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে হুঁশিয়ার করে দেওয়া হয় এবং এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।
এবিএ/১৮ নভেম্বের