সিলেট৭১নিউজ ডেস্ক:: ধর্ম জ্ঞানার্জনকে আমাদের উপর ফরয করেছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর সাহাবায়ে কেরামদের মধ্যে অধিক চিন্তাশীল ও জ্ঞানীদের বিশেষভাবে মূল্যায়ন করেছেন। জ্ঞানের আলো ব্যতীত কোন সমাজ-সভ্যতা তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারে না। বিশেষত মনুষ্যত্ব বিকাশের যে প্রকৃত দীক্ষা, সেটি ধর্মীয় ও মানবিক মূল্যবোধের সম্মিলনে গঠিত একটি বিশেষায়িত শিক্ষার মাধ্যমে অর্জিত হয়। শিক্ষা হচ্ছে আলোস্বরূপ; বর্তমানে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছেন বটে, কিন্তু শিক্ষার যে আলো, সেই আলোটুকুর পরিস্ফুটন পরিলক্ষিত হচ্ছে না। শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার চর্চা, ন্যায়-অন্যায় চিহ্নিতকরণের ব্যবস্থা না থাকলে আর কিছু হোক না হোক, শিক্ষার্থীদের পরিপূর্ণ মানবিক সত্তার বিকাশ সম্ভব নয়। যার ফলে দুর্নীতি, সুদ, ঘুষের মতো নিকৃষ্ট অপরাধগুলো এখন আর অপরাধ বলে গণ্য হচ্ছে না। চারিত্রিক মাধুর্যতা, উত্তম আচরণ, ব্যক্তিগত ও মানসিক দক্ষতার মতো বিষয়গুলো এখন আর শিক্ষার্থীদের কাছে যথাযথ গুরুত্ব পাচ্ছে না। এর প্রকৃত কারণ হলো, যথাযথ সুশিক্ষার অভাব। যার ফলে শিক্ষার্থীরা/তরুণ প্রজন্ম শিক্ষিত হলেও সামাজিক হয়ে উঠতে পারছে না। এর থেকে উত্তরণে গতানুগতিক শিক্ষার পরিবর্তে সুশিক্ষা ও ন্যায়বোধের দীক্ষার প্রতি সবাইকে গুরুত্বারোপ করা প্রয়োজন।
বুধবার (১৭ নভেম্বর) দুপুরে সিলেট নগরীর অভিজাত একটি রেস্তোরাঁয় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া এম.সি কলেজ শাখা আয়োজিত অনার্স ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শাখা সভাপতি কাওছার আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলবাব হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেন, কেন্দ্রীয় সদস্য শোয়েব আহমদ ও সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক এম. শামছ উদ্দিন।
শাখা সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ ওমরের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট মহানগর আল ইসলাহ’র সদস্য শেখ শফি উদ্দিন, সংগঠনের এম.সি কলেজ শাখার সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ ও মদন মোহন কলেজ শাখার সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুনিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি ফেরদৌস খান, মাহফুজুর রহমান, আব্দুল হক, শাহীনুর রহমান, সহ-সাধারণ সম্পাদক রুহেল আহমদ, জায়দুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব আহমদ শিহাব, সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান, অর্থ সম্পাদক মাহবুবুল করিম মুবিন, সহ-প্রশিক্ষণ সম্পাদক দেলওয়ার হোসেন প্রমুখ।
এবিএ/১৮ নভেম্বের