আশফাক আহমদ,বাহরাইন প্রতিনিধি:- দেশের সাথে মিল রেখে ঢাকা শিক্ষা বোর্ডের তত্বাবধানে পরিচালিত বহিঃবিশ্বের অন্যান্য দেশের মত বাহরাইনে অনুষ্ঠিত হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা।
আজ রোববার দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ স্কুলে এন্ড কলেজে স্থানীয় সময় সকাল ৭ ঘটিকায় পরীক্ষা শুরু হয়।
বাংলাদেশ দূতাবাস থেকে দায়িত্ব প্রাপ্ত কেন্দ্র সুপার ও দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মো. রুবেল মিয়া ও কেন্দ্র সচিব প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহিদা বেগমের দায়িত্বে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্র পরিদর্শন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম ও শ্রম কাউন্সিলর শেখ মোঃ তৌহিদুল ইসলাম এবং বাংলাদেশ স্কুল এন্ড কলেজের বোর্ড অফ ডাইরেক্টর মইজ চৌধুরী।
অধ্যক্ষ জানান,করোনা মহামারীর কারণে পরীক্ষা নির্ধারিত সময়ের মধ্যে সংঘটিত হতে পারিনি । বাংলাদেশ সরকারের বর্তমান পেক্ষাপটের আলোকে নাম্বার এবং সময় কমিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী আজকে বাহরাইন সরকারের সব বিধি নিষেধ মেনে পরীক্ষা শুরু হয়েছে। এবছর বিজ্ঞান বিভাগ থেকে ২৩ জন ও বাণিজ্যিক বিভাগ থেকে ৪৬ জন । মোট ৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার সকল নিয়ম মেনে মনোরম পরিবেশে চলছে পরীক্ষা। বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এবং কেমরিজ আন্তর্জাতিক পাঠ্যক্রম উভয় দ্বারা পরিচালিত হয়ে আসছে এ শিক্ষা প্রতিষ্ঠানটি। এটি ২০০৪ সাল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সুুুনামের সহিত এগিয়ে যাচ্ছে।সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পূর্ণ পরীক্ষা শেষ হবে বলে উপস্থিত সাংবাদিকবৃন্দকে জানান।
এবিএ/১৪ নভেম্বর