সিলেট৭১নিউজ ডেস্ক:: সৌদি আরবের তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কর্তৃপক্ষের সহযোগিতায় দেশটির ওমরা ও হজ মন্ত্রণালয় বিদেশীদের দু’পবিত্র মসজিদে যাওয়ার অনুমতি দিয়েছে। এর ফলে বিদেশীরা ওমরা হজ পালন ও ইবাদতের জন্য মক্কার মসজিদুল হারাম ও মসজিদে নববিতে যাওয়ার অনুমতি পাবেন। এছাড়া হযরত মোহাম্মদ সা:-এর রওজাতেও যেতে পারবেন তারা। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আরব নিউজ।
সৌদি আরবের ওমরা ও হজ মন্ত্রণালয় জানিয়েছে, ইটমার্না ও তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে এ সেবা দেয়া হবে। কুদ্দুম ব্যবস্থার মাধ্যমে নিবন্ধনের পরই মূলত এ সেবা প্রদান করা হবে। সৌদি কর্তৃপক্ষ ও দেশটির হজ মন্ত্রণালয় এসব অ্যাপকে আপডেট করারও পরামর্শ দিয়েছে।
১৬ অক্টোবর তারিখে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে (করোনাকালীন) সকল ধরনের বিধি-নিষেধ শিথিল করেছে। বিশেষ করে (ওমরা হজ পালন ও ইবাদতের জন্য) মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে অবস্থান করার বিষয়ে করোনাকালীন সময়ে যে সকল কঠোর বিধি-নিষেধ ছিল তা তুলে নেয়া হয়েছে। এখন ধারণ ক্ষমতা অনুসারে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। সূত্র : আরব নিউজ
এবিএ/১৪ নভেম্বর