জৈন্তাপুর প্রতিনিধি : করোনা মহামারির কারণে নির্ধারিত সময়ের প্রায় ৯ মাস পর (১৪ নভেম্বর) রোববার সারাদেশে এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে এবং শেষ হবে আগামী ২৩ নভেম্বর। সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা শুরু হয়। তবে, করোনার কারণে এ বছর তা সম্ভব হয়নি। শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) পরীক্ষা সংক্রান্ত বিষয়ে নির্দেশনা অনুযায়ি জৈন্তাপুরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরিক্ষা শুরু হয়। জৈন্তাপুর উপজেলায় ২০২১ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় তিনটি শিক্ষা বোর্ডের অধীনে ১হাজার ৭শত ০৬ জন পরীক্ষার্থীদের মধ্যে গ্রুপভিত্তিক পরিক্ষা থাকায় প্রথম দিনে উপস্থিত পরীক্ষার্থীদের সংখ্যা ছিলো ৬শত ১৯ জন অনুপস্থিত ছিলেন ১৪জন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় উপজেলার জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১শত ৭২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ জন শিক্ষার্থী, হরিপুর বহুমূখি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১শত ০৯ জন পরীক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১শত ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৫ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে দাখিল পরীক্ষায় জৈন্তা দারুছ ছুন্নাহ জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ১ শত ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৮ জন।
জৈন্তাপুরে হল পরিদর্শন করেন- জৈন্তাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট নাহিদা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সুলাইমান হোসেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সুলাইমান হোসেন বলেন, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার আধাঘন্টা পূর্বেই শিক্ষার্থীরা উপাস্থতি হয়ে যায়। কেন্দ্র গুলোতে সচিবদের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে মোট পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১৪ জন পরীক্ষার্থী।
এবিএ/১৪ নভেম্বর