দিরাই প্রতিনিধি:: সুনামগঞ্জের দিরাই উপজেলার উজান ধল গ্রামে শাহ আব্দুল করিম স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। শনিবার (১৩ নভেম্বর) দুপুরে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের নিজ ভিটা ও শাহ আব্দুল করিম জাদুঘর পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেন, হাছন রাজা, আব্দুল করিম, রাধারমণসহ অসংখ্য গুণী মানুষ সুনামগঞ্জের মাটিতে জন্ম নিয়েছেন। তাঁরা গানের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরেছেন। শাহ আবদুল করিম দেশের গর্ব। তাঁর সুনাম আজ বিশ্বময়। লোকসংস্কৃতিতে সুনামগঞ্জের সুনাম বিশ্বব্যাপী।দিরাইয়ে দ্রুত শাহ আবদুল করিম সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রখ্যাত ২২ লোককবির নামে স্মৃতি জাদুঘর নির্মিত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছায় ওই ২২ গুণি মানুষের ভিটেমাটি পরিদর্শন করছি আমি।
এসময় উপস্থিত ছিলেন, প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) আলতাফ হোসেন, দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) আবু সুফিয়ান, ওসি মো. আজিজুর রহমান, সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামছুল আবেদীন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হোসেন, করিম পুত্র শাহ নূরজালাল সহ স্থানীয় সংস্কৃতি কর্মীরা। এর আগে মন্ত্রী জেলার জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামে ধামাইল গানের জনক রাধারমণের বাড়ি পরিদর্শন করেন।
বিএ/১৪ নভেম্বর