সিলেট৭১নিউজ ডেস্ক:: রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাড় কোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ফলাফল ঘোষণার ৩ দিন পর এক বস্তা সিলমারা ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ। কেন্দ্রটির একটি কক্ষে লুকিয়ে রাখা অবস্থায় বস্তাটি পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০টায় পাড় কোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের একটি কক্ষে লুকানো অবস্থায় একটি বস্তা দেখতে পেয়ে লোকজনকে খবর দেয়। বস্তা ভর্তি ব্যালট পেপার দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ও সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে স্থানীয়রা অভিযোগ করেন, ওই এক বস্তা সিলমারা ব্যালট পেপার সরিয়ে রেখে মোরগ মার্কার এজেন্টদের কক্ষ থেকে বের করে দিয়ে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা করেন। ফলাফলে মোরগ মার্কার প্রার্থী শহীদুল ইসলামের প্রতিদ্বন্দ্বী ভ্যানগাড়ি মার্কার প্রার্থী জহুরুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়।
রায়গঞ্জ থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান বলেন, এখন ক্ষুব্ধ পক্ষ বা ব্যক্তি আদালতে মামলা করে এর প্রতিকার পেতে পারেন। এ ব্যাপারে কেন্দ্রটির প্রিজাডিং অফিসার জয়দেব কুমারের সঙ্গে একাধিকবার ফোনে চেষ্টা করেও কথা বলা যায়নি।
বিএ/১৪ নভেম্বর