শাবিপ্রবি প্রতিনিধি:: স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সংগঠন ‘তরুপল্লব’র উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় দেশে বিলুপ্তপ্রায় এমন ফলজ, বনজ, ঔষধিসহ বিভিন্ন উপকারী বৃক্ষরোপণ করা হয়।
শনিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় ড. এম ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবন সংলগ্ন এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এ সময় উপাচার্য বলেন, ক্যাম্পাস সবুজায়ন করতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। এর মধ্যে সম্প্রতি আমরা বন অধিদপ্তরের সহায়তায় ক্যাম্পাসে ত্রিশ হাজারের অধিক গাছ লাগিয়েছি। আগামীতে আরও বৃক্ষরোপণের পরিকল্পনা করেছে। ক্যাম্পাস সবুজায়নে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংক ও প্রকৃতি বিষয়ক সংগঠন তরুপল্লবের এ উদ্যোগকে সাধুবাদ জানাই।
বৃক্ষরোপণ পরবর্তী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্মেলনকক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্টান্ডার্ড চাটার্ড ব্যাংকের প্রতিনিধি দলের মধ্যে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয় ও স্টান্ডার্ড চাটার্ড ব্যাংকের মধ্যে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. এম জহিরুল ইসলাম, অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মুশতাক আহমেদ, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, অ্যাগ্রিকালচারাল অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. রোমেল আহমেদ, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম, প্রক্টর ড. মো. আলমগীর কবীর, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন, স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অফিসের ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিংয়ের কান্ট্রি হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স বিটপী দাস চৌধুরী, সিলেটের ব্রাঞ্চ ম্যানেজার মুহাম্মদ মোজাম্মেল হক, ব্যাংক কর্মকর্তা হাসান আব্দুল মান্নান, সৈয়দ আহমেদ খান, প্রতিমা বৈরাগী, দীপক কুমার দাস, সৈয়দ মুশফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সংগঠন ‘তরুপল্লব’র সাধারণ সম্পাদক মোকারম হোসেনও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অফিসের ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিংয়ের কান্ট্রি হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স বিটপী দাস চৌধুরী বলেন, আমরা আধুনিক ও আন্তর্জাতিক মানের ব্যাংকিং, বনায়ন, শিক্ষাবৃত্তি প্রদান, গবেষণাসহ বিভিন্ন উন্নয়নমূখী কর্মসূচিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করে যাচ্ছি। শাবির সাথে আমাদের পথচলা শুরু হয়েছে। আগামীতেও এ সম্পর্ক বজায় রেখে চলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের সমন্বয়ক ও শাবির ফরেস্ট্রি অ্যান্ড অ্যানভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. আবু সাইদ আরফিন খান বলেন, আমাদের দেশে যে উদ্ভিদ ও গাছ হারিয়ে যাচ্ছে তা ফিরিয়ে আনতে আমরা উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু গাছ লাগানো হয়েছে যা একেবারেই বিরল হয়ে পড়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে আমরা জারুল, সোনালু, কৃষ্ণচুড়া গাছের একটা এভিনিউ করতে চাইছি, যাতে ফুলের উৎসব করা সম্ভব হয়। বিলুপ্তপ্রায় গাছগুলো ফিরিয়ে আনতে স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক, তরুপল্লব ও শাবি প্রশাসনের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
এবিএ/১৩ নভেম্বর